সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প : সংগৃহীত ছবি
                                    সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও একটি বিজ্ঞাপনী প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন। সম্প্রতি ঘটে যাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আদলে তৈরি করা এ ভিডিও তিনি তাঁর নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন।
গত ৮ এপ্রিল, সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার কয়েকটি দেশ থেকে বিরল এ সূর্যগ্রহণের দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, প্রতীকীভাবে ট্রাম্পের মাথার একটি ছায়া সূর্যকে ঢেকে ফেলছে। আর এর ক্যাপশনে লেখা হয়েছে—২০২৪ সালে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে যাচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষ চোখে সুরক্ষামূলক চশমা পরে সূর্যগ্রহণের এ দৃশ্য উপভোগ করছেন। চাঁদের আড়ালে ঢাকা পড়েছে সূর্য। হঠাৎই ভিডিওতে চাঁদের জায়গায় ডোনাল্ড ট্রাম্পের মাথার বড় একটি ছায়া চলে আসে। ধীরে ধীরে এ মাথার ছায়াটি সূর্যকে ঢেকে দিতে থাকে। স্বতন্ত্র হেয়ারস্টাইল ও ভ্রুর অধিকারী ট্রাম্পের মাথাটি যখন পুরোপুরিভাবে সূর্যকে গ্রাস করে, তখন দেখা যায় জনগণ উল্লাস করছেন। ট্রাম্পের মাথার সঙ্গে ভেসে ওঠে একটি লেখা—‘উই উইল সেভ আমেরিকা অ্যান্ড মেক ইট গ্রেট এগেইন’ (আমরা আমেরিকাকে বাঁচাব এবং এটিকে আবারও আগের মতো মহান বানাব।’ এরপর ভেসে ওঠে ‘ট্রাম্প ২০২৪’ লেখাটি।
ৎতবে এটা বলার অপেক্ষা রাখে না যে ট্রাম্পের এ বিজ্ঞাপন দেখে মানুষ আনন্দ পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তাঁকে ভালোবাসুন বা ঘৃণা করুন, আপনারা এটা অস্বীকার করতে পারবেন না যে তিনি নিজেকে দারুণভাবে উপস্থাপন করতে পারেন।’
অপর একজন লিখেছেন, ‘তিনি সব সময়ই আমাদের হাসান, আনন্দ দেন। এটা আমার ভালো লাগে।’
এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় নিরাপত্তাবিধি না মানায় সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। তিনি তখন কোনো ধরনের সুরক্ষা চশমা ব্যবহার না করে সরাসরি সূর্যের দিকে তাকিয়েছিলেন। ওই সময় স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারনও তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে বিরল এ সূর্যগ্রহণ দেখেছিলেন। মেলানিয়া ও ব্যারনের চোখে সুরক্ষা চশমা থাকলেও ট্রাম্প খালি চোখেই বারবার সূর্যের দিকে তাকাচ্ছিলেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: