সংগৃহীত ছবি
                                    বাংলার জাতীয় উৎসব পহেলা বৈশাখে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে নিজের ও স্ত্রী জিলের পক্ষ থেকে সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এদিন সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।
টুইটে বাইডেন লেখেন, বৈশাখী, নবরাত্রি, সংক্রান এবং এই সপ্তাহে আসন্ন নববর্ষ উদযাপনে সারা বিশ্বে জড়ো হওয়া সবাইকে জিল ও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের আনন্দ কামনা করছি। সবশেষে তিনি লেখেন, শুভ বাংলা, খেমার, লাও, মায়ানমারিজ, নেপালি, সিংহলি, তামিল, থাই ও বিষু নববর্ষ।
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                                    
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: