প্রেসিডেন্ট জো বাইডেন : সংগৃহীত ছবি
                                    হামাসের শীর্ষ নেতাদের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নিন্দা জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
বাইডেনের দাবি, ‘সন্ত্রাসী সংগঠন’ ও আমেরিকান মিত্রদের একই কাতারে দাঁড় করানো হয়েছে।
আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সিএনএনকে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
এমন সিদ্ধান্তেই চটেছেন বাইডেন। তার মতে আইসিসি হামাস ও ইসরায়েলকে এক কাতারে নামাতে পারে না। তিনি দাবি করেছেন, গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা মোটেও গণহত্যা নয়।
গাজায় ইসরায়েলি গণহত্যায় শুরু থেকেই সমর্থন যুগিয়ে আসছে বাইডেন প্রশাসন। ইসরায়েলি আগ্রাসন বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়লেও দেশটিকে নিয়মিত অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। আরও কয়েকটি দেশ এই মামলায় অংশ নেয়ার আর্জি জানিয়েছে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: