সংগৃহীত ছবি
                                    কোস্টারিকায় দুই প্রতিবেশীর মধ্যে ভয়ানক এক ঘটনা ঘটে গেলে। ওই ঘটনায় দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের বেশি দীর্ঘ ওই ভিডিওতে দেখা যায়, কোস্টারিকায় এসকেজু শহরে একটি আবাসিক ভবনের নিচে গ্যারেজে গাড়ির পাশে এক নারীকে কথা বলতে শোনা যায়। এ সময় ওই ভবনের অন্য এক প্রতিবেশী আসলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
কোস্টারিকান সংবাদমাধ্যম লা নেশিয়নের বরাত দিয়ে টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার স্থানীয় সময় সকল ৭টায় ওই দুই প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বাধে। মূলত তাদের মধ্যে পানির সরবরাহের একটি পাইপ নিয়ে ঝগড়া শুরু হয়।
এ সময় ৫৩ বছর বয়সী মেনডোজা প্রতিবেশী জামারোকে ঘুষি মারেন। এ ঘটনার এক পর্যায়ে জামারো মেনডোজাকে একাধিকবার গুলি করে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বাইরে উচ্চ শব্দে কথা বলতে শুনি। তখন বাইরে তাকিয়ে দেখি এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে গুলি করছে। ঘটনাস্থলেই সে মারা যায়। জামারো তার প্রতিবেশী ব্যক্তি মেনডোজাকে ৯ রাইন্ড গুলি করে।
এ ঘটনায় কর্তৃপক্ষ জামোরাকে গ্রেপ্তার করেছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে তিন মাসের জন্য কারাগারে রাখা হবে।
সূত্র : নিউইয়র্ক পোস্ট
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: