সংগৃহীত ছবি
                                    পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় গিলমা। ২২ আগস্ট, বৃহস্পতিবার স্থল থেকে দূরে থাকলেও আগামী কয়েক দিন তা শক্তিশালী হারিকেন হিসেবে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মায়ামির জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণ প্রান্ত থেকে ১ হাজার ৬৪৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির আশপাশে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল)।
এদিন সময় অতিক্রমণ হওয়ার সাথে সাথে এটি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সমূদ্রের গভীরে থাকায় উপকূলীয় সতর্কতার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
১৮ আগস্ট, রবিবার শক্তিশালী হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয় ‘গিলমা’। তখন থেকেই এটি আরো শক্তিশালী হয়ে চলেছে।
সূত্র : এপি/ইউএনবি
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: