লিন্ড্রু স্মিথ জুনিয়র : সংগৃহীত ছবি
                                    
স্বজনের মৃত্যুর খবর গোপন রেখে তার মরদেহের সঙ্গে কয়েক দিন একা থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একজন বাসিন্দাকে।অভিযোগ ওঠেছে লিন্ড্রু স্মিথ জুনিয়র নামের ৬১ বছর বয়সী ওই ব্যক্তি মরদেহটির সঙ্গে নিজের ঘরে কয়েক দিন কাটিয়ে দিয়েছেন। মৃত্যুর খবর এবং মরদেহের শেষকৃত্যের ব্যাপারে অন্যান্য আত্মীয়-স্বজনসহ স্থানীয় কর্তৃপক্ষকে কিছুই জানাননি তিনি। খবর সিএনএন।
স্থানীয় সময় বুধবার ওয়াকার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, ৯ জুন তারা খবর পায় সিপসি শহরের একটি বাড়িতে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সিপসি শহরটির অবস্থান বার্মিংহাম থেকে ৩২ মাইল উত্তর-পশ্চিমে। খবর পেয়ে শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে লিন্ড্রু স্মিথকে কাউন্টি কারাগারে নেয়া হয়। কর্তৃপক্ষ বলেছে, তার বিরুদ্ধে মরদেহকে অসম্মান করার অভিযোগ আনা হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, কর্তৃপক্ষকে কোনো কিছু না জানিয়েই স্মিথ সেখানে মৃতদেহের সঙ্গে থাকছিলেন।
এ ঘটনায় ওয়াকার কাউন্টি জেল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করেছিল সিএনএন। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। ওই মরদেহটি কত দিন ধরে স্মিথের বাড়িতে রাখা ছিল, তা জানা যায়নি। স্মিথের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে কি না, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।
শেরিফের কার্যালয় থেকে দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়, মানুষের মরদেহের সঙ্গে এ ধরনের আচরণের মধ্য দিয়ে সাধারণ পারিবারিক আবেগ-অনুভূতির ওপর আঘাত করা হয়েছে। স্মিথের বিরুদ্ধে সি শ্রেণির অপরাধ সংঘটনের (ক্লাস সি ফেলোনি) অভিযোগ আনা হয়েছে।
ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, এ ঘটনায় তদন্ত চলছে। ওই ব্যক্তির কীভাবে মৃত্যু হলো, তা জানার চেষ্টা চলছে।
সূত্র : সিএনএন
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: