
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন পেশাদার নেতা, যিনি পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলা করতে শিখেছেন। তবে তিনি জানেন, ইউক্রেন যুদ্ধ নিরসন না হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করেছেন।
এর আগে ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলেছেন। যেখানে তারা সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন।
ট্রাম্প বলেন, আমি বলবো তিনি (পুতিন) নিষেধাজ্ঞার ব্যাপারে খুশি নন, তবে তিনি এটি মোকাবিলা করতে শিখেছেন।
ট্রাম্প আরও বলেন, পুতিন ভালো করেই জানেন যে যুক্তরাষ্ট্র চাইলে আরও চাপ প্রয়োগ করতে পারে।
তবে তিনি একজন পেশাদার। তিনি জানেন কী হতে পারে।
এদিকে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ফোনালাপে ইউক্রেন সংঘাত, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
উশাকভ বলেন, ট্রাম্প যুদ্ধ বন্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে মস্কো জানিয়েছে, তারা রাজনৈতিক সমাধানে প্রস্তুত থাকলেও নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না। মূল কারণগুলো সমাধান না করলে সংঘাত থামবে না।
পরবর্তীতে ট্রাম্প বলেন, আমি শান্তিপূর্ণ সমাধানে অগ্রগতি না হওয়ায় অসন্তুষ্ট।
আপনার মূল্যবান মতামত দিন: