ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু একদিনে দুইবার বৈঠক, গাজায় যুদ্ধবিরতির তাগিদ

মুনা নিউজ ডেস্ক | ৯ জুলাই ২০২৫ ২২:১১

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৪ ঘণ্টার মধ্যে দুই বার দেখা করেছেন। যুক্তরাষ্ট্রে সফররত নেতানিয়াহু ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। তাঁরা ফিলিস্তিনের গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিশদ আলোচনা করেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অনির্ধারিত আলোচনা হয়। এ সময় দুই নেতা এক ঘণ্টার বেশি সময় কথা বলেন। সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী যেদিন হোয়াইট হাউসে অনির্ধারিত আলোচনায় বসলেন, সেদিনও গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেন ট্রাম্প-নেতানিয়াহু। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ট্রাম্প। এর পর থেকে তৃতীয়বারের মতো ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে গেলেন নেতানিয়াহু।

মঙ্গলবারের অনির্ধারিত আলোচনার আগে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজার বিষয়ে ‘বিশেষভাবে’ কথা বলবেন। গাজায় চলমান পরিস্থিতিকে ‘ট্র্যাজেডি’ উল্লেখ করে প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের এটার (গাজা সংকট) সমাধান করতে হবে। গাজা হলো একটি ট্র্যাজেডি। তিনি (নেতানিয়াহু) এটা সমাধান করতে চান এবং আমিও এটার সমাধান করতে আগ্রহী। আমার মনে হয়, অন্য পক্ষও সেটা চায়।’

ওয়াশিংটন থেকে আল-জাজিরার মাইক হান্না বলেন, ট্রাম্প-নেতানিয়াহুর সর্বশেষ আলোচনার বিষয়ে ‘খুব কম তথ্য’ জানা গেছে। তাই আসলে কী ঘটছে, সেটা অনুমান করা বেশ কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনার আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা জানান। তিনি বলেন, এ সপ্তাহের শেষের দিকে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা করছে ওয়াশিংটন।

যদিও এর কিছুক্ষণ পর রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ অংশে ইসরায়েলি ‘অভিযান শেষ হয়নি’। তবে যুদ্ধবিরতির জন্য আলোচকেরা ‘অবশ্যই কাজ করছেন’।



আপনার মূল্যবান মতামত দিন: