সিনেটে অনুমোদন হলো না ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব

মুনা নিউজ ডেস্ক | ৩১ জুলাই ২০২৫ ১৫:০৩

ফাইল ছবি ফাইল ছবি

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে একটি প্রস্তাব বুধবার প্রত্যাখ্যান করেছে সিনেট। তবে এ প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে ক্রমবর্ধমান বিরোধিতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, বুধবারের ব্যর্থ ভোটাভুটিতে ইসরায়েলের কাছে ২০,০০০ স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল এবং ৬৭৫ মিলিয়ন ডলারের বোমার চালান বন্ধের প্রস্তাবে যথাক্রমে ২৭ এবং ২৪ জন ডেমোক্রেট সিনেটর সমর্থন দেন।

উল্লেখযোগ্যভাবে, রিপাবলিকান পার্টির সকল ভোটারই বিরোধিতা করেন। এ প্রস্তাব উত্থাপন করেন ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। এটি ছিল ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ সীমিত করার লক্ষ্যে সিনেটে সবচেয়ে জোরালো প্রচেষ্টা। স্যান্ডার্স এর আগেও এপ্রিল ও নভেম্বর মাসে এ ধরণের প্রস্তাব আনেন। তা যথাক্রমে ১৫ ও ১৮ জন ডেমোক্রেট সিনেটর সমর্থন জানিয়েছিলেন।

ভোটাভুটির আগে এক্সে বার্নি স্যান্ডার্স লিখেছেন, ‘নেতানিয়াহু একজন ঘৃণ্য মিথ্যাবাদী। শিশুদের না খেয়ে মরতে হচ্ছে। আমেরিকা একটি বর্ণবাদী সরকারের হাতে অস্ত্র তুলে দিতে পারে না, যেগুলো ব্যবহার হচ্ছে নিরীহ মানুষকে হত্যার জন্য।’

প্রথমবারের মতো স্যান্ডার্সের প্রস্তাবে সমর্থন দেয়া সিনেটরদের মধ্যে ওয়াশিংটনের সিনেটর প্যাটি মারে বলেন, আমি দীর্ঘদিন ধরে ইসরায়েলের বন্ধু ও সমর্থক। তবু আমি নিরীহ শিশুদের কষ্টকে আর অবহেলা করতে পারছি না। এই প্রস্তাব নিখুঁত না হলেও একটি বার্তা পাঠানো জরুরি- নেতানিয়াহুর সরকার এই রণনীতির মাধ্যমে চলতে পারে না।

তিনি আরও বলেন, নেতানিয়াহু প্রতিবারই যুদ্ধ দীর্ঘায়িত করছেন নিজের ক্ষমতা ধরে রাখতে। আমরা গাজায় এক মানবসৃষ্ট দুর্ভিক্ষ প্রত্যক্ষ করছি- যেখানে শিশুরা ও পরিবারগুলো অনাহারে ও রোগে মারা যাচ্ছে। অথচ সহায়তা সামগ্রী সীমান্তেই আটকে আছে।



আপনার মূল্যবান মতামত দিন: