
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইন্টেলের নতুন সিইও লিপ-বু ট্যানের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছেন। তিনি চীনা কোম্পানির সাথে তার সম্পর্কের কারণে তাকে ‘অত্যন্ত সংঘাতপূর্ণ’ বলে অভিহিত করেছেন।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, ইন্টেলের সিইওর মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সমস্যার আর কোনো সমাধান নেই। এর একদিন আগে রিপাবলিকান সিনেটর টম কটন ইন্টেলকে চিঠি দিয়ে লিপ-বু টানের চীনা কোম্পানিগুলোর সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগে গত এপ্রিল মাসে রয়টার্স রিপোর্ট করেছিল যে ট্যান - নিজে অথবা তার প্রতিষ্ঠিত বা পরিচালিত ভেঞ্চার ফান্ডের মাধ্যমে শত শত চীনা কোম্পানিতে বিনিয়োগ করেছেন, যার মধ্যে কিছু চীনা সামরিক বাহিনীর সাথে যুক্ত।
গত বছরের শেষের দিকে পূর্বসূরি প্যাট গেলসিঞ্জারকে ক্ষমতাচ্যুত করার পর মার্চ মাসে সিইওর দায়িত্ব গ্রহণকারী ট্যান এবং ইন্টেল রয়টার্সের মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এদিকে, বুধবার এক বিবৃতিতে ইন্টেলের একজন মুখপাত্র বলেছেন যে ইন্টেল এবং ট্যান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানিটি জানিয়েছে যে তারা সিনেটরের সাথে চিঠিতে উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।
রয়টার্স এপ্রিল মাসে জানিয়েছে, ইন্টেলের সিইও মার্চ ২০১২ থেকে ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে শত শত চীনা উন্নত উৎপাদন এবং চিপ সংস্থায় কমপক্ষে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। ইন্টেল কর্পোরেশন একটি আমেরিকান বহুজাতিক কর্পোরেশন এবং প্রযুক্তি কোম্পানি যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায়।
আপনার মূল্যবান মতামত দিন: