ফাইল ছবি 
                                    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। অপরাধ দমনের পদক্ষেপ হিসেবে এই নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ট্রাম্প সোমবার বিচার বিভাগকে রাজধানীর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার অনুমতি দেন এবং সেখানে ৮০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পেন্টাগনকে নির্দেশ দেন।
গত জুন মাসে লস অ্যাঞ্জেলেসে একই ধরনের পদক্ষেপ নেওয়ার পর এবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিলেন ট্রাম্প। তিনি অন্যান্য শহরকেও এ ব্যাপারটি খেয়াল করতে বলেছেন।
যদিও বেশিরভাগ ন্যাশনাল গার্ড অঙ্গরাজ্যের গভর্নরদের কাছে জবাবদিহিতা করে। তবে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ড বাহিনী ইতোমধ্যেই কেবল প্রেসিডেন্টকে জবাবদিহি করছে।
ন্যাশনাল গার্ড: সামরিক রিজার্ভ ফোর্স
ন্যাশনাল গার্ড হলো সশস্ত্র বাহিনীর একটি সামরিক রিজার্ভ ফোর্স। সামরিক রিজার্ভ ফোর্সের বেশিরভাগ সদস্যের সামরিক ও বেসামরিক উভয় পেশাই থাকে। সাধারণত, রিজার্ভ ফোর্সের সদস্যরা জরুরি পরিস্থিতিতে কিংবা দুর্যোগের সময় সক্রিয়ভাবে সামরিক বাহিনীতে যোগ দেয়। প্রয়োজন অনুসারে তাদের যুদ্ধের ময়দানেও মোতায়েন করা হতে পারে।
ন্যাশনাল গার্ড রাজ্য ও ফেডারেল উভয় পর্যায়েই দায়িত্ব পালন করে। ৫০টি রাজ্য, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো, গুয়াম ও ভার্জিন দ্বীপপুঞ্জে ন্যাশনাল গার্ড বাহিনী রয়েছে।
প্রয়োজন অনুসারে রাজ্যের গভর্নর ন্যাশনাল গার্ডকে সক্রিয় করেন এবং তাদের প্রয়োজনমাফিক নির্দেশনা দেন। তবে কিছু কিছু সময় প্রেসিডেন্ট চাইলে ন্যাশনাল গার্ডকে ‘ফেডারেলাইজড’ করে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। ফেডারেল কোনো মিশন শেষ না হওয়া পর্যন্ত ন্যাশনাল গার্ড প্রেসিডেন্টের নিয়ন্ত্রণেই থাকে। যেমনটা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল গার্ড সদস্যদের সাধারণত গভর্নরদের নির্দেশে এবং প্রতিটি রাজ্যের আইনের নির্দিষ্ট বিধান অনুসারে প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়।
ঘূর্ণিঝড়, দাবানল ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পর রাজ্য ন্যাশনাল গার্ড সদস্যদের প্রায় সময়ই বিপজ্জনক এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে কিংবা বিপজ্জনক ধ্বংসাবশেষ সরানোর কাজে প্রয়োজনীয় সরঞ্জামসহ মোতায়েন হয়।
গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ন্যাশনাল গার্ড মোতায়েন হয়েছে কোভিড-১৯ মহামারির সময়। ওই সময় ন্যাশনাল গার্ড সদস্যরা জরুরি সেবা কেন্দ্র নির্মাণ ও কর্মী নিয়োগ, সারাদেশে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অন্যান্য সরবরাহ সমন্বয়ে সহায়তা করেছে।
তবে জনগণের বিক্ষোভ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের ব্যবহার ডোনাল্ড ট্রাম্প একাই করেননি। ২০২০ সালে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সময় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিলো। তার আগে ১৯৯২ সালে লস অ্যাঞ্জেলেসে দাঙ্গা থামাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। ওই সময় দাঙ্গা, লুটপাট ও অগ্নিসংযোগ শহরজুড়ে ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় কয়েক ডজন মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছিল। ১৯৫০ ও ১৯৬০ এর দশকেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: