
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সুরক্ষা বাতিল করে দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আর এই সুরক্ষা পাবেন না।
প্রথা অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পর সাবেক ভাইস প্রেসিডেন্টরা ছয় মাস পর্যন্ত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মেয়াদ শেষ হওয়ার আগে একটি বিশেষ নির্দেশ দিয়ে হ্যারিসের জন্য এই সুরক্ষা আরও বাড়িয়েছিলেন। ট্রাম্প সেই বাড়ানো সময়সীমা বাতিল করেছেন।
হ্যারিস শিগগিরই তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে লেখা বই প্রকাশ করবেন এবং দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় সুরক্ষা প্রত্যাহারের কারণে তাকে বাড়তি ঝুঁকির মধ্যে পড়তে হবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
হ্যারিসের উপদেষ্টা কিরস্টেন অ্যালেন বলেছেন, হ্যারিস সিক্রেট সার্ভিসের পেশাদারত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার দীর্ঘদিনের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।
আপনার মূল্যবান মতামত দিন: