ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শিকাগোর মেয়রের প্রতিরোধ ঘোষণা

মুনা নিউজ ডেস্ক | ৩১ আগস্ট ২০২৫ ১৯:৫৯

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সম্ভাব্য অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে এক নির্দেশনায় স্বাক্ষর করেছেন শিকাগোর ডেমোক্র্যাট মেয়র ব্র্যান্ডন জনসন।

ঘটনাটির সাথে সম্পৃক্ত একাধিক সূত্র এই তথ্য দিয়েছে।

তিনি বলেন, ‘আমাদের শহরের ওপর অসাংবিধানিক ও অবৈধ সামরিক দখলদারিত্বের কোনো প্রয়োজন নেই এবং আমরা তা চাইও না।’ শহরের বিভিন্ন দফতরকে সম্ভাব্য অভিবাসন আইন প্রয়োগকারী পদক্ষেপে প্রতিক্রিয়া কিভাবে দেখাতে হবে, সেই নির্দেশনা দিয়েছেন তিনি।

ট্রাম্প ইতোমধ্যেই ওয়াশিংটনে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছেন। তিনি শিকাগোতেও এই আদেশ সম্প্রসারণের হুমকি দিয়েছেন এবং শিকাগোর পরিস্থিতিকে ‘অস্থির’ বলে আখ্যায়িত করেছেন। এমনও খবর রয়েছে যে তার প্রশাসন শিকাগো শহরে বিপুলসংখ্যক ফেডারেল অভিবাসন কর্মকর্তা পাঠানোর পরিকল্পনা করছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জনসনের এই আদেশকে ‘প্রচারণার একটি কৌশল’ বলে অভিহিত করেন। হোয়াইট হাউস ও ইলিনয় রাজ্য এবং স্থানীয় কর্মকর্তাদের মধ্যে সহিংস অপরাধ ও অভিবাসন নিয়ে ক্রমবর্ধমান দ্বন্দ্বের সর্বশেষ ঘটনা এটি।

শিকাগোর মেয়রের আদেশে ট্রাম্প ও ফেডারেল কর্মকর্তাদের ‘শহরে মার্কিন সশস্ত্র বাহিনী মোতায়েনের যেকোনো প্রচেষ্টা থেকে সরে আসার’ দাবি জানানো হয়েছে। এতে শহরের বেশ কিছু বিদ্যমান নীতিমালাও পুনর্ব্যক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে পুলিশ সদস্যদের বাধ্যতামূলক বডিক্যাম ও পরিচয়পত্র বহন এবং মাস্ক পরা নিষিদ্ধকরণ।



আপনার মূল্যবান মতামত দিন: