অভিবাসী শিশুদের স্বেচ্ছায় দেশে ফেরাতে ২,৫০০ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

মুনা নিউজ ডেস্ক | ৪ অক্টোবর ২০২৫ ২০:৩০

ফাইল ছবি ফাইল ছবি

অনাথ অভিবাসী শিশুদের তাদের নিজ দেশে স্বেচ্ছায় ফেরার জন্য ২ হাজার ৫০০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি চিঠির মাধ্যমে অভিবাসী আশ্রয়কেন্দ্রে জানানো হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

শরণার্থী পুনর্বাসন দপ্তরের পক্ষ থেকে পাঠানো চিঠি অনুযায়ী, ১৪ বছর বা তার বেশি বয়সী অনাথ শিশুদের জন্য বিভাগটি ‘এককালীন পুনর্বাসন সহায়তা ভাতা’ হিসেবে ২ হাজার ৫০০ ডলার প্রদান করবে।

ফেডারেল আইনে বলা আছে, কোনো শিশু মা–বাবা বা আইনগত অভিভাবক ছাড়া সীমান্ত অতিক্রম করলে তাকে অনাথ শিশু হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। তাদেরকে আত্মীয় বা পালক পরিবারের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত ফেডারেল আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

একজন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী কর্মকর্তা (আইসিই) জানিয়েছেন, এ প্রক্রিয়া প্রথমে ১৭ বছর বয়সীদের দিয়ে শুরু হবে, তবে এর মধ্যে মেক্সিকোর কোনো অপ্রাপ্তবয়স্ক থাকবে না।

আইসিইর বিবৃতিতে বলা হয়, ‘স্বদেশে ফেরার সিদ্ধান্ত নিলে যে কোনো আর্থিক সহায়তা দেওয়া হবে কেবল তখনই যখন একজন অভিবাসন বিচারক অনুরোধ মঞ্জুর করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিজ দেশে পৌঁছে যাবেন। বাড়ি ফেরার সময় আর্থিক সহায়তা তাদের উপকারে আসতে পারে—যদি তারা সেই পথ বেছে নেয়।’

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে গত জুনে স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করার জন্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে (ডিএইচএস) ২৫০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়। ওই সময় অভিবাসীদের স্বেচ্ছায় নির্বাসনের জন্য ১ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে এই কর্মসূচির কড়া সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। কিডস ইন নিড অব ডিফেন্সের প্রেসিডেন্ট ওয়েন্ডি ইয়ং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটি ‘একটি নিষ্ঠুর কৌশল’ যা সহিংসতা থেকে পালানো শিশুদের সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে।

ন্যাশনাল সেন্টার ফর ইয়ুথ ল-এর মেলিসা অ্যাডামসন সংবাদ সংস্থা এপিকে জানান, ২ হাজার ৫০০ ডলার হয়তো তাদের জীবনে দেখা সবচেয়ে বেশি অর্থ। তবে তা শিশুদের জন্য দীর্ঘমেয়াদে স্বেচ্ছায় নির্বাসনের ঝুঁকি বনাম যুক্তরাষ্ট্রে থাকার সুফল সঠিকভাবে মূল্যায়ন করা কঠিন করে তোলে।

এদিকে, প্রশাসনের বহিষ্কার প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রচেষ্টা আইনি প্রতিরোধের মুখে পড়েছে। সম্প্রতি একজন ফেডারেল বিচারক গুয়েতেমালার শিশুদের মুলতবি থাকা মামলায় বহিষ্কার আটকে দিয়েছেন।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত ফেডারেল হেফাজতে ছিল ২ হাজার ১০০’র বেশি অনাথ শিশু। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ৬ লাখের বেশি অনাথ নাবালক যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছে বলে সরকারি তথ্য থেকে জানা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: