
দুর্নীতির অভিযোগের মুখোমুখি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমা করতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার দখলদার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দেয়ার সময় এ আহ্বান জানান তিনি।
ইসরাইলি প্রধানমন্ত্রী এবং তার সংসদীয় মিত্ররা ট্রাম্পের কথাকে স্বাগত জানিয়েছেন, উল্লাস এবং হাততালি দিয়ে সমর্থন জানিয়েছে।
এ সময় প্রেসিডেন্ট ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি স্বাক্ষরের জন্য তার পূর্বসূরি বারাক ওবামার সমালোচনা করছেন, এটিকে ‘বিপর্যয়’ বলে অভিহিত করছেন।
তবে, তিনি বলেছেন: "তবুও ইরানের প্রতিও, যার শাসনব্যবস্থা মধ্যপ্রাচ্যে এত মৃত্যু ডেকে এনেছে, বন্ধুত্ব এবং সহযোগিতার হাত খোলা রয়েছে। তারা একটি চুক্তি করতে চায়। আমরা দেখব আমরা কিছু করতে পারি কিনা।"
ইসরাইলি আইন প্রণেতারা এই বিবৃতিটি অত্যন্ত নীরবতার সাথে গ্রহণ করেছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: