
ছেলে এরিক ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।
সোমবার মিসরে গাজা শান্তি সম্মেলনে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চেই এই অনুরোধ জানান তিনি; যা মাইক্রোফোনের রেকর্ডে ধরা পড়েছে। কিন্তু দুই প্রেসিডেন্টের কেউই বুঝতে পারেননি লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে তাদের এই আলোচনা।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ট্রাম্প মাত্র ভাষণ শেষ করে মাইক্রোফোনের পাশেই দাঁড়িয়েছেন।
আর তখনই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এক আবদার করে বসেন।
তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিকের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে পারবেন কি না।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ও প্রাবোয়ো দুজনের কেউই তখন বুঝতে পারেননি, তাদের কথা লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর মিসরের শারম আল-শেখ শহরে আয়োজিত সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্পের বক্তব্য দেওয়ার পর তাদের মাঝে এই আলাপ হয়।
আপনার মূল্যবান মতামত দিন: