সংগৃহীত ছবি
                                    
সৌদি আরবের এক বাসিন্দা গাড়ির চাবি নিয়ে খেলছিলেন। খেলার ছলে গলার ভেতর গাড়ির চাবি ঢুকিয়ে দেন। কিন্তু শক্তভাবে আটকে গেলে আর বের করা সম্ভব হচ্ছিল না। এতে ঘটে যায় বড় ধরনের বিপত্তি।
ঘটনাটি ঘটেছে দেশটির আল-কুনফুদাহ শহরের লোহিত সাগরের তীরে। জরুরি অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। দ্রুত গঠন করা হয় একটি মেডিকেল বোর্ড। অবস্থার কিনারা করতে না পেরে ৪৯ বছর বয়সি লোকটিকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে।
চিকিৎসক দল মাত্র ১৫ মিনিটের অপারেশনে গলায় আটকে থাকা চাবিটি বের করতে সক্ষম হয়। ধাতব বস্তুটি বের করার পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
সূত্র: আল আরাবিয়া
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                                    
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: