ভূমিকম্পের পর যৌন নিপীড়নের হুমকিতে মরক্কোর মেয়েরা : সংগৃহীত ছবি
                                    
শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড মরক্কো। এরমধ্যেই দেশটির অনলাইনে মেয়েদের যৌন নিপীড়ন ও জোরপূর্বক বিয়ে করা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট উঠে আসছে। এ নিয়ে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে মরক্কোর নারী অধিকার কর্মী ও সংগঠনগুলো।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ১০ বছরের এক মেয়ে শিশুর সঙ্গে ছবি পোস্ট করে এক স্বেচ্ছাসেবী লেখেন, সে আমার সঙ্গে কাসাব্লাঙ্কায় আসতে চায়নি। তবে সে প্রতিশ্রুতি দিয়েছে যে, প্রাপ্ত বয়স্ক হলে আমাকে বিয়ে করবে।
সিটি গার্লস নামের একটি ফেসবুক পেজে বলা হয়, আপনারা কেন শহরের আঁটসাঁট পোশাক পরা মেয়েদের বিয়ে করবেন। তাঁরা অনেক অর্থ খরচ করে। এমন কাউকে বিয়ে করুন যে কিছু চাইবে না।
মরক্কোর অলাভজনক বেসরকারি সংস্থা পলিটিক্স ফর হারের প্রতিষ্ঠাতা ইয়াসমিনা বেনসলিমানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারীদের নিরাপদে রাখতে চাই।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, যৌন নিপীড়নের জন্য ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার কথা অনলাইনে জানিয়ে গত সপ্তাহে মরক্কোতে ২০ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে ইয়াসমিনা বলেন, আমাদের ধারণা ছিল যে, লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিপীড়নের ঝুঁকি থাকতে পারে। আমরা অনলাইনে এখন উদ্বেগজনক ঘটনা দেখেছি।
সূত্র : আল জাজিরা
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: