সংগৃহীত ছবি
                                    গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদ সেনাদের হামলায় ওই উপত্যকায় এরই মধ্যে ৪৪ হাজার ৩৮২ ফিলিস্তিনি নিহত হয়েছ। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও এক লাখ পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি।
ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। এই অবস্থায় বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জোরালো হয়েছে। এই আবহে যুদ্ধকালীন সময়ে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে রিপোর্ট লেখা পর্যন্ত ৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে- আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ এবং টোবাগো, জ্যামেইকা, বার্বাডোস।
চলতি বছরের ২১ জুন ফিলিস্তিনকে সর্বশেষ দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর্মেনিয়া। এছাড়া রিপোর্ট লেখা পর্যন্ত চলতি বছর ফিলিস্তিনকে সর্ব প্রথম স্বীকৃতি দেয় বার্বাডোস। দেশটি চলতি বছরের ২০ এপ্রিল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।
নতুন স্বীকৃতি দেওয়া এসব দেশসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭টিতে। সূত্র: আল-জাজিরা
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: