পুতিনের বাসভবনে হামলা, ইউক্রেন ইস্যুতে কড়াকড়ি অবস্থান রাশিয়ার

মুনা নিউজ ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০

ফাইল ছবি ফাইল ছবি

নভগোরোদ অঞ্চলে একটি প্রেসিডেনশিয়াল বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা রাশিয়ার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অবস্থানকে আরো কঠোর করবে বলে ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ অভিযোগকে ‘মিথ্যার আরেক দফা’ বলে প্রত্যাখ্যান করেছেন, যা তার কথায় ইউক্রেনের বিরুদ্ধে বাড়তি হামলা ন্যায্যতা দেওয়া এবং যুদ্ধ দীর্ঘায়িত করারই চেষ্টা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ উল্লেখ করেছেন, ইউক্রেন ড্রোন হামলার বিষয়টি অস্বীকার করেছে এবং তিনি বলেছেন, অনেক পশ্চিমা গণমাধ্যমও কিয়েভের সেই অস্বীকারের সুরে সুর মিলিয়েছে।

পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এই সন্ত্রাসী কর্মকাণ্ডের লক্ষ্যই হলো আলোচনার প্রক্রিয়াকে ধসিয়ে দেওয়া।

কূটনৈতিক পরিণতি হবে—রুশ ফেডারেশনের আলোচনার অবস্থানকে আরো কঠোর করা।’
তিনি বলেন, রুশ সামরিক বাহিনী জানে, কিভাবে এবং কখন জবাব দিতে হয়।

পেসকভ বলেন, ‘আমরা দেখছি জেলেনস্কি নিজেই এটি অস্বীকার করার চেষ্টা করছেন এবং বহু পশ্চিমা গণমাধ্যম কিয়েভ শাসনের খেলায় মেতে বলা শুরু করেছে—এটি নাকি ঘটেনি। এটি সম্পূর্ণ উন্মাদ দাবি।

হামলার সময় পুতিন কোথায় ছিলেন—এ প্রশ্নের জবাবে পেসকভ বলেন, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এমন তথ্য জনসমক্ষে থাকা উচিত নয়।

রাশিয়ার কাছে ড্রোন হামলার কোনো ভৌত প্রমাণ আছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, বিমান প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনগুলো ভূপাতিত করেছে, তবে ধ্বংসাবশেষের প্রশ্নটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিষয়।



আপনার মূল্যবান মতামত দিন: