ফাইল ছবি
২০২৬ সালকে 'পোলিশ ত্বরান্বিতকরণ বছর' হিসেবে ঘোষণা করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি 'ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী' গড়ে তোলার এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করবেন বলে জানান।
টিভিপি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার নববর্ষের ভাষণে টাস্ক বলেন, 'আমরা ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নির্মাণ ত্বরান্বিত করব। আমরা বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ ত্বরান্বিত করব। এটি হবে বাল্টিক সাগর দ্রুত জয়ের একটি বছর।'
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং রাশিয়াপন্থীসহ 'সকল ধরণের' অপরাধীদের ওপর 'শক্ত' ব্যবস্থা গ্রহণ করবে। 'কেউ আইন ভঙ্গ করলে আগামী বছরে তাকে তীব্র অনুশোচনা করতে হবে।'
২০২৫ সালের কথা স্মরণ করে টাস্ক বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সত্ত্বেও গত বছরটিকে তাদের জন্য একটি 'সন্ধিক্ষণ' হিসেবে বর্ণনা করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: