মাদুরোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জরুরি ব্যাখ্যা দাবি করল রাশিয়া

মুনা নিউজ ডেস্ক | ৩ জানুয়ারী ২০২৬ ২০:৫৬

ফাইল ছবি ফাইল ছবি

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং দেশ থেকে সরিয়ে নেয়ার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে, সে বিষয়ে জরুরি ও তাৎক্ষণিক ব্যাখ্যা দাবি করেছে রাশিয়া। শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে চলমান এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসী অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক দেশটি থেকে সরিয়ে নেয়ার খবরে রাশিয়া গভীর উদ্বিগ্ন। এ পরিস্থিতি নিয়ে অবিলম্বে স্পষ্ট ব্যাখ্যা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।

বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়া মনে করে একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানের ওপর এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখা আন্তর্জাতিক আইনের অন্যতম প্রধান নীতি। মাদুরোর ক্ষেত্রে যা ঘটেছে, তা এ নীতির সরাসরি লঙ্ঘন।

এর আগে দেয়া এক বিবৃতিতে রাশিয়া এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘সশস্ত্র আগ্রাসন’ হিসেবে অভিহিত করে এর কড়া নিন্দা জানায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: