ফাইল ছবি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। মূলত ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবেই খামেনির এই মন্তব্য বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতির ওপর ‘নিবিড় নজর’ রাখছে এবং দেশটিতে বিক্ষোভ দমনে আগের মতো মানুষ হত্যার ঘটনা ঘটলে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে।
এদিকে, ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া জনবিক্ষোভ দুই সপ্তাহে পা দিয়ে আরও তীব্র হয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের সরকারের বিরুদ্ধে কড়া স্লোগান দিতে এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করতে দেখা গেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ইরান সরকার বৃহস্পতিবার রাত থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেয়। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস নিশ্চিত করেছে যে, টানা ১২ ঘণ্টা ধরে ইরান কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন বা অফলাইন অবস্থায় রয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৩৪ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া দেশজুড়ে প্রায় ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, ইরানে ছড়িয়ে পড়া এই অস্থিরতা ও সহিংসতা বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং গভীর হতাশারই বহিঃপ্রকাশ।
আপনার মূল্যবান মতামত দিন: