পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বুশরা বিবি : সংগৃহীত ছবি
                                    
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে বুশরা বিবির অবৈধ বিয়ের অভিযোগ গ্রহণ করেছেন দেশটির একটি দেওয়ানি আদালত। বৃহস্পতিবার তাদের আদালতে তলব করা হয়েছে। গতকাল ১৮ জুলাই, মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালতে বিষয়টি উত্থাপিত হলে সেখানকার সিভিল জজ কুদরাতুল্লাহ এই আদেশ দেন।
এর আগে গত সপ্তাহে মামলাটি দেওয়ানি আদালতের বিচারকের কাছে স্থানান্তর করেন ইসলামাবাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ মুহাম্মদ আজম খান। পাশাপাশি এ বিবাহের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি নালিশি মামলাকে অগ্রহণযোগ্য বলে দেওয়ানি আদালতের দেওয়া একটি রায় খারিজ করে দেন তিনি।
মামলার বাদী মুহাম্মদ হানিফ দাবি করেছেন, বুশরা বিবির সঙ্গে তাঁর সাবেক স্বামীর বিচ্ছেদ হয় ২০১৭ সালের নভেম্বরে। এরপর তিনি ইদ্দত (বিচ্ছেদ হওয়া নারী ৩ মাস ও বিধবা নারী ৪ মাস ১০ দিন সময়ের মধ্যে বিয়ে না করার বিধান) সম্পন্ন না করেই ২০১৮ সালের ১ জানুয়ারি ইমরান খানকে বিয়ে করেন, যা ইসলামিক বিধান (শরিয়া) ও মুসলিম রীতিনীতিবিরোধী।
এ বিষয়ে বাদী বিয়ে পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সায়িদ জানান, ইমরান খান সবকিছু জেনেই বুশরা বিবিকে বিয়ে করেছেন। তিনি বুশরার বোন দাবি করা এক নারীর কথার ভিত্তিতে ওই বিয়ে পড়িয়েছিলেন। তবে পরবর্তী মাসে (ফেব্রুয়ারি, ২০১৮) ইদ্দতের বিষয়টি উল্লেখ করে ইমরান খান তাকে আবারও তাদের বিয়ে পড়ানোর জন্য অনুরোধ করেন এবং ফেব্রুয়ারিতেই ইমরান এই বিয়ের কথা জনসমক্ষে ঘোষণা করেন।
মুফতি সায়িদ আরও জানান , প্রথম বিয়ের সময় বুশরার ইদ্দত সম্পন্ন হয়নি।
সূত্র : দ্য ইকোনোমিক টাইমস
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: