কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এবং তার ছেলে হুন ম্যানেট : সংগৃহীত ছবি
যেমনটা কথা দিয়েছিলেন কম্বোডিয়ার স্বৈরশাসক হুন সেন, তেমনই কাজ করেছেন। নিজের ছেলে হুন ম্যানেটের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি। ৬ আগস্ট, সোমবার হুন ম্যানেটকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা নরোদম সিহামোনি। প্রায় চার দশক দেশ শাসন করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেন হুন সেন। খবর বার্তা সংস্থা এএফপির।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে একটি রাজকীয় ডিক্রি জারি করা হয়েছে। তাতে ড. হুন ম্যানেটকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন রাজা নরোদম সিহামোনি।
উল্লেখ্য, সম্প্রতি দেশটিতে বিশ্বাসযোগ্য কোনো বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই একতরফা নির্বাচন হয়। তাতে ভূমিধস বিজয় পায় হুন সেনের দল। কিন্তু একে নির্বাচন না বলে সিলেকশন হিসেবে আখ্যায়িত করেছে বাইরের দেশগুলো। নির্বাচনের আগে বিরোধী দলগুলোকে দমনপীড়ন করে, আদালত ব্যবহার করে অযোগ্য ঘোষণা করেছে হুন সেনের সরকার।
তারপর অনুষ্ঠিত এই নির্বাচনের পর যুক্তরাষ্ট্র এই দেশটির নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
সূত্র : এএফপি
আপনার মূল্যবান মতামত দিন: