বোমাতঙ্কে আইফেল টাওয়ার : সংগৃহীত ছবি
                                    
প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে পর্যটকদের। ১২ আগস্ট, শনিবার আইফেল টাওয়ারে বোমাতঙ্কের কারণে স্থানীয় কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছেন। ফ্রান্স পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আইফেল টাওয়ারকে উড়িয়ে দেওয়া হবে বলে ফরাসি পুলিশের কাছে হুমকি দিয়ে ফোন আসে। তারপরেই টাওয়ার এবং সংলগ্ন এলাকা থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।। শনিবার সারাদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় আইফেল টাওয়ারের দরজা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ার পরেই বোম স্কোয়াডের একটি দল এলাকায় যায়। ভিডিওর মাধ্যমে নজরদারি শুরু করেন তারা। এখনো পর্যন্ত বোমা বা বিস্ফোরক কোন বস্তু উদ্ধার করা যায়নি তবে বৌমার হুমকিকে গুরুত্ব দিয়েই দেখতে চাইছেন ফ্রান্স প্রশাসন।
পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান এই আইফেল টাওয়ার। গত বছর এই টাওয়ার দেখতে ৬২ লাখ পর্যটক প্যারিসে ভিড় করে।
উল্লেখ, ১৮৮৭ সালের জানুয়ারিতে আইফেল টাওয়ারের কাজ শুরু হয়। মাত্র দুই বছরে ১৮৮৯ সালের ৩২ মার্চ এটির কাজ শেষ হয়। এটি চালু করার পর ১৮৮৯ সালে প্রায় ২০ লাখ পর্যটক সেখানে ভীড় জমায়।
সূত্র: রয়টার্স
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: