পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষে আগুন : সংগৃহীত ছবি
                                    
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের পিন্ডি ভাটিয়ান শহরে একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। ২০ আগস্ট, রোববার ভোরে প্রদেশটির পিন্ডি ভাটিয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে এগিয়ে আসতে থাকা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখী সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যেই বাস এবং পিকআপে আগুন লেগে যায় ।
মেডিকেল সুপারিনটেনডেন্ট বলেন, আহতদের পিন্ডি ভাটিয়ান ও ফয়সালাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক।
পিন্ডি ভাটিয়ান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না।’
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত দুর্যোগ। প্রায় প্রতি মাসে দেশটির বিভিন্ন জেলায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। গত জুলাই মাসে পাঞ্জাবের রাজনপুর জেলায় একটি বাস উল্টে গিয়ে ৫ জন নিহত হন, আহত হন আরও ২০ জন।
সূত্র : জিও নিউজ
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: