রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ : সংগৃহীত ছবি
                                    গত কয়েক দশকের মধ্যে ইসরায়েলে হামাসের এমন হামলা দেখেনি বিশ্ব। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়ন ও দখলদারিত্বের জেরে ৭ অক্টোবর শনিবার হাজারো রকেট হামলা চালিয়েছে হামাস। এ প্রসঙ্গে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই ইসরায়েলে হামাসের এই হামলা।
পুতিনের ঘণিষ্ঠজন হিসেবে পরিচিত মেদভেদেভ রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান। তিনি ২০০৮-২০১২ সালের রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
৭ অক্টোবর শনিবার হামাস ও ইসরায়েলি সামরিক বাহিনীর লড়াই নিয়ে মুখ খুলেছেন মেদভেদেভ। এই পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের নীতিকেই একতরফা দায়ী করে বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত গত কয়েক যুগ ধরে চলমান। এর আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন-ইসরায়েলের পরিস্থিতি কার্যকরভাবে সমাধান না করার পরিবর্তে নির্বোধের মতো তারা আমাদের দেশে ঢুকে পড়ছে। সেই সঙ্গে নব্য-নাৎসিদের সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি। দুজন ঘনিষ্ঠ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা।’
এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরায়েলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তত ওয়াশিংটন।
আকাশ, স্থল ও জলপথ থেকে ৭ অক্টোবর, শনিবার ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। ছেড়ে কথা বলছে না ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। পাল্টা গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল-ফিলিস্তিনের কমপক্ষে ৩০০ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র: নিউজউইক ও আল জাজিরা
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: