সংগৃহীত ছবি
                                    পাকিস্তানে নির্বাচনে কারচুপি হওয়ায় বিভিন্ন শহরে বিক্ষোভে ফেটে পড়ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা। এ সময় বিক্ষোভ থেকে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
শনিবার ভোট কারচুপির প্রতিবাদে করাচি, ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, সারগোধা, ফয়সালাবাদ, কারাক, শুক্কুর, আপার দির, পাডিদান, জাফরওয়াল ও দাদু শহরে বিক্ষোভ করেছেন পিটিআিই সমর্থকরা।
লাহোরে বিক্ষোভ সমাবেশ থেকে পিটিআই নেতা সালমান আকরাম রাজাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। এ সময় তার সঙ্গে আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অবশ্য কিছুক্ষণ আটকের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিটিআইয়ের জনসমাবেশ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে।এর আগে গত বৃহস্পতিবার শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দেয় পিটিআই। পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান নতুন এ কর্মসূচি ঘোষণা দেন।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গহর আলি খান নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। এ কর্মসূচি পালনে তিনি জামায়াত-ই-ইসলামি, জমিয়তে উলামা-ই-ইসলামসহ (জেইউআই-এফ) অনান্য দলগুলোকে পাশে চান।
ওই দিন পিটিআই চেয়ারম্যান বলেন, যারা বিশ্বাস করেন ম্যান্ডেট পরিবর্তন ও নির্বাচনে কারচুপি হয়েছে আমরা সেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। শনিবার বিকেলে পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এ কর্মসূচিতে জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: