ফাইল ছবি
                                    অস্ট্রেলিয়ার সিডনি নগর ‘বিশ্বের সবচেয়ে আরামের শহর’-এর তালিকায় পৃথিবীর সব শহরকে ছাড়িয়ে প্রথম হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক একটি ভ্রমণ বিমা প্রতিষ্ঠা পেয়িং টু মাচের করা জরিপে তালিকার শীর্ষে উঠে এসেছে সিডনির নাম।
বেশ কয়েকটি দিক, যেমন শব্দদূষণ, পরিবেশদূষণ, হাঁটার জায়গা, সবুজ জায়গা, বাসিন্দাদের সুখ ইত্যাদি বিষয়ের মানদণ্ড বিবেচনা করে সিডনিকে পৃথিবীর সবচেয়ে আরামের শহরের খেতাব দেওয়া হয়েছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার আরেক শহর মেলবোর্ন।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী সিডনি। শহরটিতে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থানের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত ট্রাফিক ও পার্কিং জরিমানা এবং সাম্প্রতিক কিছু অপ্রত্যাশিত হামলার ঘটনা ঘটেছে। এ রকম কিছু বিষয় আলাদা রাখলে সিডনিতে সহজেই প্রচুর বিনোদনের ব্যবস্থা রয়েছে, রয়েছে বিশ্বের প্রায় সব দেশি খাবারের রেস্তোরাঁ, আছে খেলার জায়গা এবং বহু সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ।
সিডনির অদূরেই আরও রয়েছে নান্দনিক সব প্রাকৃতিক মনোরম পরিবেশ। এসব কারণেই বিশ্বের প্রচলিত জনপ্রিয় অবকাশযাপনের গন্তব্যের শহর, যেমন যুক্তরাষ্ট্রের হনলুলু, নেদারল্যান্ডসের আমস্টারডামকে পেছনে ফেলে সিডনি পেয়েছে বিশ্বের সবচেয়ে আরামের শহরের মুকুট।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: