সংগৃহীত ছবি
                                    পার্লামেন্টে নানা ইস্যু আলোচনার সময়ে উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়া অস্বাভাবিক নয়। তবে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। তুরস্কের পার্লামেন্টে হট্টগোলের পর হাতাহাতিতে জড়িয়েছেন সরকার ও বিরোধীদলীয় এমপিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার তুরস্কের পার্লামেন্টের অধিবেশনে বিরোধীদলীয় এমপি আহমেত সিকের বক্তব্য থেকে গণ্ডগোলের সূত্রপাত। নিজ বক্তব্যে তিনি কারাবন্দি এমপি ক্যান আতালায়ের মুক্তি দাবি করেন। এই দাবি জানানোর পর বক্তব্য চলমান থাকার মধ্যেই তার দিকে তেড়ে আসেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের নেতৃত্বাধীন একেপি পার্টির কয়েকজন এমপি। আহমেত সিককে উপর্যুপরি কিল-চড়-ঘুষি মারতে থাকেন তারা।
এ সময় আহমেত সিককে বাঁচাতে এগিয়ে আসেন অন্যান্য বিরোধী এমপিরা। একেপি পার্টির এমপিরাও জড়ো হতে থাকেন এবং একসময় এই সমবেত এমপিরা নিজেদের মধ্যে তুমুল মারামারি শুরু করেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: