সংগৃহীত ছবি
                                    ডেনমার্কে ইসরাইলি দূতাবাসের কাছে নতুন একটি বিস্ফোরণ ঘটেছে। পুলিশ সোমবার জানায়, বিশ্ব যখন ইসরাইলে ৭ অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তি উদযাপন করছিল, তখনই এই বিষ্ফোরণ ঘটে।
কোপেনহেগেন থেকে এএফপি জানায়, কোপেনহেগেনের দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ বিষ্ফোরণ ঘটে। পাঁচ দিন আগে ভবনটির কাছে আরো দু’টি বিস্ফোরণ হয়। ওইসব ঘটনায় দুই সুইডিশ নাগরিককে পুলিশের রিমান্ডে পাঠানো হয়।
কোপেনহেগেনের পুলিশ ইন্সপেক্টর ট্রিন মোলার সাংবাদিকদের বলেন, ইসরাইলি দূতাবাসে আগের ঘটনাবলীর সাথে নতুন এই বিষ্ফোরণের ঘটনার কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সম্ভবত বন্দুকের গুলির কারণে এ বিস্ফোরণ হতে পারে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ইসরাইলি দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আবাসিক ভবনের সামনে বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে।
সূত্র : বাসস
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: