সংগৃহীত ছবি
                                    ইসরাইলকে জাতিসংঘের সিদ্ধান্তগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভুলে যাওয়া উচিত হবে না যে, তার দেশ (ইসরাইল) জাতিসংঘের একটি সিদ্ধান্তের মাধ্যমেই সৃষ্টি হয়েছিল।’ ১৫ অক্টোবর মঙ্গলবার এলিসি প্যালেসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। খবর এএফপির।
ম্যাক্রোঁ বলেন, ‘১৯৪৭ সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবের ভিত্তিতেই ইসরাইলে সৃষ্টি হয়েছিল। নেতানিয়াহু, আপনি ভুলে যাবেন না, আপনার দেশের জন্ম জাতিসংঘের সিদ্ধান্তের ফলেই।’
বৈঠকে অংশ নেওয়া একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে এএফপির কাছে বৈঠকে হওয়া আলোচনাগুলো প্রকাশ করেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে ফরাসি প্রেসিডেন্ট এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক দৃশ্যমান হয়ে পড়েছে।
গত সপ্তাহে ম্যাক্রোঁ বলেন, ‘ইসরাইল যেসব অস্ত্র ব্যবহার করে গাজা ও লেবাননে মানুষ হত্যা করছে, ইসরাইলে সেসব অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। এটিই সংঘাত বন্ধের একমাত্র পথ।’
মঙ্গলবার বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘এখন জাতিসংঘের সিদ্ধান্ত উপেক্ষা করার সময় নয়। ইসরাইল বর্তমানে লেবাননের যেখানে হামলা চালাচ্ছে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা রয়েছে।’
এ সময় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলার নিন্দাও জানান ইমানুয়েল।
তার এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, জাতিসংঘের সিদ্ধান্তের মাধ্যমে নয়, বরং ‘স্বাধীনতা যুদ্ধের’ মাধ্যমে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছিল।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: