সংগৃহীত ছবি
                                    বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির তীব্র নিন্দা করে পথে নেমেছে ভারতের বৃহত্তম চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ৪ ডিসেম্বর বুধবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান খোলাসা করেন সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা।
পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা ও ত্রিপুরার রাজধানী শহর আগরতলায় বেশ কিছু চিকিৎসক বাংলাদেশি রোগী এবং হোটেল ব্যবসায়ীদের পর্যটক বয়কটের বিরোধিতা করেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা।
পশ্চিমবঙ্গের দুই চিকিৎসক ডা. এন কাঞ্জিলাল ও ডাক্তার কৌশিক চৌধুরী বলেন, চিকিৎসা পরিষেবা নিতে আসার রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী। চিকিৎসকদের কাছে সমস্ত রোগী রোগীই। রোগীদের কোনো জাত, ধর্ম ও দেশ হয় না ডাক্তারদের কাছে। এই ডাক্তারদের দাবি, ভিসা জটিলতায় তারা অনলাইনে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এমনকি অনেককে আসার জন্য সার্টিফিকেটও দিচ্ছেন।
সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের দাবি, দুই দেশের মধ্যে চলমান অস্থিরতায় রোগীদের যেমন ক্ষতি হচ্ছে; তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন মেডিকেল ব্যবসাও। তাদের আশা, এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যেকোনো পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বাংলাদেশি রোগীদের।
শীঘ্রই বাংলাদেশি রোগীদের জন্য একটি বিশেষ হেল্পলাইন চালু করা হবে জানিয়ে চিকিৎসকরা বলেন, ওই নম্বরে বাংলাদেশী রোগীরা ফোন করলে চিকিৎসা সংক্রান্ত সব রকম সাহায্য পাবেন। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসতে হবে বলেও তারা দাবি করেন তারা।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: