সংগৃহীত
                                    আমির শেখের আমন্ত্রণে শনিবার থেকে দু'দিনের কুয়েত সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪৩ বছর পর কুয়েত সফরে গেলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী।
কুয়েতের মাটিতে পা রাখার পর তাকে অভ্যর্থনা জানান কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলিসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
বিমানবন্দর থেকে বেরিয়ে কুয়েতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সাথে সাক্ষাৎ হয় মোদির। মোদিকে অভ্যর্থনা জানাতে ভারতের নানা রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রবাসীদের তরফে। এই তালিকায় ছিল পুরুলিয়ার ছৌ নাচও।
মহাভারত ও রামায়ণের আরবি ভাষার অনুবাদক আবদুল্লাহ বারোন ও আরবি ভাষায় এই দুই গ্রন্থের প্রকাশক আবদুল লতিফ আলনেসেফের সাথে সাক্ষাৎ নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর বার্তা, এই ঘটনা দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধন।
মোদি ১০১ বছর বয়সী প্রাক্তন আইএফএস কর্মকর্তা মঙ্গল সাঁই হান্দার সাথে সাক্ষাৎ করেন। ইরাক, কুয়েত, চীন, আর্জেন্টিনা, ব্রিটেন এবং কম্বোডিয়া দূতাবাসে কাজ করেছেন এই শতায়ু কর্মকর্তা।
কুয়েতের গাল্ফ স্পিক লেবার ক্যাম্পে কর্মরত ভারতীয় শ্রমিকদের সাথে সাক্ষাৎ হয় মোদির। তাদের সাথে কথা বলার পাশাপাশি একত্রে খাবার খেতে দেখা যায় মোদিকে।
'হালা মোদি' অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, নতুন কুয়েতের যে দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং জনশক্তি দরকার, তা ভারতের রয়েছে। তিনি বলেন, দুটি দেশই হৃদয়ের বন্ধনে আবদ্ধ।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: