ফাইল ছবি
                                    মিয়ানমারের সামরিক সরকার চলতি বছরের ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজন করবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার (৮ মার্চ) জানিয়েছে। জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এই প্রথমবারের মতো বহু প্রতিশ্রুত এই নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করলেন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
২০২১ সালের শুরুর দিকে মিয়ানমারের সামরিক বাহিনী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিলে মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এই অভ্যুত্থানের ফলে শুরু হয় ব্যাপক প্রতিবাদ। পরবর্তীতে সামরিক শাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহে পরিণত হয় এই প্রতিবাদ এবং দেশব্যাপী ছড়িয়ে পড়ে সংঘাত।
জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও তার প্রশাসন একাধিকবার দেশে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। অন্যদিকে, সামরিক বাহিনী বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের মুখে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে।
অনেক সমালোচক এই ঘোষিত নির্বাচনকে ভুয়া হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের যুক্তি, জান্তা যেন প্রক্সির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। অনেক রাজনৈতিক দলকে এরইমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, জান্তা সরকারের নিয়ন্ত্রণ হারানো অঞ্চলের সংখ্যা ক্রমশ বাড়ছে।
জান্তা প্রধান মিন অং হ্লাইং বেলারুশ সফরের সময় বলেন, শিগগিরই একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন তারা। এই ঘোষণার খবর গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকায় প্রকাশিত হয়েছে।
জান্তা প্রধান আরো বলেন, ৫৩টি রাজনৈতিক দল এরইমধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের তালিকা জমা দিয়েছে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভোটার তালিকা প্রস্তুতের জন্য জান্তা সরকার ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে সরাসরি জনগণকে গণনার আওতায় আনতে পেরেছে।
এই নির্বাচন নতুন করে সহিংসতার আশঙ্কাও সৃষ্টি করছে। জান্তা সরকার ও তার বিরোধী গোষ্ঠীগুলো নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য সংঘাতে লিপ্ত হতে পারে। ক্রমবর্ধমান এই সংঘর্ষের ফলে মিয়ানমারের অর্থনীতি ভেঙে পড়েছে এবং এরইমধ্যে বাস্তুচ্যুত হয়েছে ৩৫ লাখেরও বেশি মানুষ।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: