১১৬ বছরে মারা গেছেন বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ

মুনা নিউজ ডেস্ক | ২ মে ২০২৫ ১৭:৫৪

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১১৬ বছর। ব্রাজিলিয়ান ওই নারী ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসী। দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়, দীর্ঘায়ু ওই নারীর নাম ইনাহ কানাবারো লুকাস। শৈশবেই একবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে সেই যাত্রায় বেঁচে গিয়ে সৃষ্টিকর্তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন কানাবারো। তার মৃত্যুর পর এখন বিশ্বের প্রবীণতম ব্যক্তির তকমা পেয়েছেন এথেল ক্যাটারহ্যাম। ইংল্যান্ডের সারে অঞ্চলের এই বাসিন্দার বর্তমান বয়স ১১৫ বছর।

যুক্তরাষ্ট্রের জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ এবং লংজেভিকোয়েস্ট জানিয়েছে যে, কানাবারো ১৯০৮ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন। তার আগে বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন তোমিকো ইতোকা। জাপানের এই নারী ১১৬ বছর বয়সে গত জানুয়ারিতে মারা যান।

দ্য কংগ্রেগেশন অব টেরেসিয়ান সিস্টার্স অব ব্রাজিল বুধবার কানাবারোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জীবনের প্রতি উৎসর্গ ও ভক্তি দেখানোর জন্য কানাবারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক শোক বার্তায় লংজেভিকোয়েস্ট জানায়, কানাবারো ছোটবেলায় রোগা ছিলেন। তিনি বেঁচে থাকতে পারবেন কি-না, তা নিয়ে অনেকেই সন্দীহান ছিলেন।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ১৯৩৪ সালে ২৬ বছর বয়সে সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন কানাবারো। নিজের দীর্ঘায়ু সম্পর্কে তিনি বলেছিলেন, ‘ঈশ্বরই জীবনের গোপন রহস্য। সবকিছুর রহস্য তিনিই।’ ১১০তম জন্মদিনে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন কানাবারো। পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: