ছবি : সংগৃহীত
                                    প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর নেতৃত্বাধীন ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) সিঙ্গাপুরের নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। এতে তার দল শতকরা ৬৫.৬ ভাগ ভোট পেয়েছে। ফলে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বিবিসির খবরে বলা হচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দেশের ভবিষ্যত অর্থনৈতিক স্থিতিশীলতার ইস্যু নির্বাচনে প্রাধান্য বিস্তার করেছে। মুদ্রাস্ফীতি, বেতন বৈষম্য এবং চাকরি ক্ষেত্র নিয়ে উদ্বেগের মধ্যে শনিবার সিঙ্গাপুরে নির্বাচন হয়।
এতে প্রধান বিরোধী দল মধ্য-বামপন্থি ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপি) বাড়তি আসন দখল করতে ব্যর্থ হয়েছে। তাদেরকে পার্লামেন্টে ১০ আসন নিয়েই খুশি থাকতে হচ্ছে।
উল্লেখ্য, ১৯৫৯ সাল থেকে অব্যাহতভাবে সিঙ্গাপুরকে পরিচালনা করে আসছে মধ্য-ডানপন্থি পিএপি। ফলে বিশ্বে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলগুলোর মধ্যে অন্যতম তারা। সিঙ্গাপুরের জনগণের পক্ষ থেকে তারা ব্যাপক সমর্থন পায়। বিশেষ করে প্রবীণরা এই দলের কট্টর সমর্থক। তারা দেখেছেন পিএপির শাসনের অধীনে দেশ কিভাবে সমৃদ্ধি অর্জন করেছে।
অবশ্য নির্বাচন জালিয়াতি ও অনিয়মমুক্ত হলেও সমালোচকরা বলছে, কঠোরভাবে নিয়ন্ত্রিত মিডিয়ার সুযোগ নিয়েছে দলটি।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: