ফাইল ছবি
                                    সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কলকাতা-ভিত্তিক ভারতের রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে টাগবোট নির্মাণের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। চুক্তিটি ছিল ২ কোটি ১০ লাখ ডলারের। যেটি গত বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা হয়েছিল। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
এতে বলা হয়, এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন গত সপ্তাহে ভারত বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে। এছাড়া, কলকাতা-ভিত্তিক গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে এই চুক্তি করে।
তবে সম্প্রতি জিআরএসই ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার এই অর্ডার বাতিল করেছে। এই চুক্তি ছিল ভারত সরকারের পক্ষ থেকে প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে দেওয়া ৫০ কোটি ডলারের ঋণরেখার অধীনে প্রথম বড় প্রকল্প। ৮০০ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি সমুদ্রগামী টাগবোট নির্মাণের লক্ষ্যে এই চুক্তি হয়েছিল।
এই মাসে নয়াদিল্লি উত্তর-পূর্বাঞ্চলের ১১টি স্থল সীমান্ত চৌকি দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার ফলে ভারতে বাংলাদেশের বার্ষিক তৈরি পোশাক রপ্তানির উপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে, যার মূল্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার। এই খাতের ৯৩ শতাংশ রপ্তানি করা হয়েছিল স্থল বন্দর দিয়ে হয়ে থাকে।
এছাড়া এপ্রিলে নিজেদের বিমানবন্দর এবং অন্যান্য পোর্ট ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপর ১৩ এপ্রিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ।
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ছিল ভারতের বৃহত্তম উপমহাদেশীয় বাণিজ্য অংশীদার। ভারতের রপ্তানি বাংলাদেশে ছিল ১ হাজার ১০৬ কোটি ডলার ও আমদানি ছিল ১৮০ কোটি ডলারের।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: