গাজার ৭৭ শতাংশ এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল

মুনা নিউজ ডেস্ক | ২৬ মে ২০২৫ ১০:২৪

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ‘অব্যাহত গণহত্যা, জাতিগত নিধন’-এর মাধ্যমে ইহুদি দখলদার বাহিনী বাস্তবে গাজা উপত্যকার ৭৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি সরাসরি স্থল আক্রমণ এবং আবাসিক ও বেসামরিক এলাকায় দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে, ভারী অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে যা ফিলিস্তিনি নাগরিকদের তাদের বাড়িঘর, এলাকা, জমি এবং সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দেয়, অথবা অন্যায্য জোরপূর্বক উচ্ছেদ নীতির মাধ্যমে অর্জন করা হয়েছে’।

গাজা কর্তৃপক্ষ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সমস্ত আন্তর্জাতিক আইন এবং নিয়মের স্পষ্ট লঙ্ঘন’ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজা উপত্যকার বিশাল অংশের ওপর অব্যাহত গণহত্যা, জাতিগত নিধন, উপনিবেশবাদ, আগ্রাসন এবং দখলদারিত্ব নিয়ন্ত্রণ, সমস্ত আন্তর্জাতিক আইন এবং নিয়মের স্পষ্ট লঙ্ঘন করে বলপ্রয়োগের মাধ্যমে ‘চূড়ান্ত সমাধান’ চাপিয়ে দেয়ার ইহুদিবাদী রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন’।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইহুদি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি শহীদ এবং ২শ’ ৪ জন আহত হয়েছেন।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে পৌঁছাতে অসুবিধার কারণে’ আক্রান্তদের সংখ্যা এ সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন: