ফাইল ছবি
                                    অবশেষে ফ্রান্সগামী ফ্লাইটে ইসরাইল ছাড়লেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গ্রেটা ও তার সহকর্মীদেরকে আটক করে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জঁ নোয়েল বাহো জানিয়েছেন, সোমবার গ্রেটার কমপক্ষে পাঁচজন সহকর্মী স্বেচ্ছা প্রত্যাবর্তনে অস্বীকৃতি জানিয়েছেন। তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। 
তিনি আরও বলেছেন, গত রাতে আমাদের কনসাল ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ছয় ফরাসি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে একজন সেচ্ছায় ফিরে আসতে রাজি হয়েছেন। বাকি পাঁচজনকে প্রত্যাবর্তন করা হবে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। সোমবার ইসরাইল যে ফরাসি নাগরিকদের আটক করে তাদের মধ্যে একজন হলেন রিমা হাসান। তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য। সোমবার ইউরোপীয় পার্লামেন্টের একজন মুখপাত্র ডেলফাইন কোলার্ড বলেছেন, বিগত কয়েক দিন ও কয়েক ঘণ্টা যাবৎ রিমা হাসানের নিরাপত্তা নিশ্চিতে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট। 
এর আগে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা নির্বাসন সংক্রান্ত নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবে তাদেরকে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে এবং তাদের প্রত্যাবর্তন অনুমোদন করা হবে। ম্যাডিলিন হলো ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) নামের সংগঠন গাজায় ইসরাইলের অবরোধ ভাঙ্গা ও গাজাবাসীর জন্য ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে ম্যাডলিন জাহাজ পাঠায়। এফএফসির তরফে বলা হয়েছে, ইসরাইল বেআইনিভাবে ম্যাডিলিনে আক্রমণ করেছে। এদিকে অধিকারকর্মীদের আটকের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে বলা হয়, মধ্যরাতে ম্যাডলিনকে আটকানো এবং অবরুদ্ধ করা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এছাড়া জাহাজে থাকা ব্যক্তিদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। 
                                    
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: