ফাইল ছবি
                                    ইরানে জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠকে বসবেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নররা। রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটির মহাপরিচালক জেনারেল রাফায়েল গ্রোসি এ তথ্য জানিয়েছেন।
এর আগে আইএইএ বলেছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ‘আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনও তথ্য পাওয়া যায়নি।
তবে হামলার আগে, আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার বলেছিলেন যে গত নয় দিনে ইরানে ইসরায়েলের হামলার সময় এসফাহানের একটি বৃহৎ পারমাণবিক কেন্দ্র দ্বিতীয়বারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, আরও বেশ কয়েকটি ভবনে আঘাত হেনেছে।
গ্রোসি বলেন, লক্ষ্যবস্তু স্থাপনাগুলিতে হয় কোনও পারমাণবিক উপাদান ছিল না অথবা অল্প পরিমাণে প্রাকৃতিক বা কম সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যার অর্থ তেজস্ক্রিয় দূষণ কেবলমাত্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া ভবনগুলির মধ্যেই সীমাবদ্ধ।
গ্রোসি আরও বলেন, "ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান - ইস্পাহানের এই পারমাণবিক কেন্দ্র বারবার আক্রমণ করা হয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপস্থিত পারমাণবিক উপাদানের বিশ্লেষণের ভিত্তিতে, আমরা সাইটের বাইরে দূষণের কোনও ঝুঁকি দেখতে পাচ্ছি না। তবুও, যেমনটি আমি বারবার বলেছি, পারমাণবিক কেন্দ্রগুলিতে কখনও আক্রমণ করা উচিত নয়,।"
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: