আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক, যুদ্ধ বন্ধের শর্ত উপস্থাপন করলেন পুতিন

মুনা নিউজ ডেস্ক | ১৬ আগস্ট ২০২৫ ২০:৪৩

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন বলে জানিয়েছে তাস। এর মধ্যে প্রায় তিন ঘণ্টা তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধ কক্ষে বৈঠকে কাটান।

শুক্রবার সকাল ১০টা ৫৪ মিনিট পুতিনের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর দুই নেতা একসঙ্গে প্রেসিডেন্টের লিমুজিনে ওঠেন এবং সেখান থেকেই একান্ত আলোচনার মাধ্যমে শীর্ষ বৈঠকের সূচনা হয়।

বৈঠকে ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধান ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্তগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন ভ্লাদিমির পুতিন। আলোচনায় তিনি বিন্দুমাত্র নমনীয় হননি, যুদ্ধের ‘মূল কারণ’ নিয়ে কথা বলেছেন এবং অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। হুমকির সুরে তিনি কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের সতর্কও করেছেন—তার টেনে আনা চলমান প্রক্রিয়ায় যেন তারা হস্তক্ষেপ না করে। ট্রাম্পকে ক্লান্ত ও বিরক্ত দেখাচ্ছিল।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আলাস্কা বৈঠকের পর তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘১. রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা পুনরায় চালু হয়েছে। এটি শান্তিপূর্ণ, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা হুমকিমুক্ত। ২. রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের শর্তগুলো ব্যক্তিগতভাবে বিস্তারিতভাবে যুক্তরাষ্ট্রের নেতার কাছে উপস্থাপন করেছেন। ৩. প্রায় তিন ঘণ্টার আলোচনার পর হোয়াইট হাউসের নেতা রাশিয়ার ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেননি, অন্তত আপাতত।’

আলোচনায় বিভিন্ন ফরম্যাট ছিল— প্রেসিডেন্টের লিমুজিনে একান্ত আলোচনার মাধ্যমে এবং ‘তিন বনাম তিন’ ক্ষুদ্র দলের আলোচনায়। রাশিয়ান প্রতিনিধিদলে ছিলেন ক্রেমলিন সহকারী ইউরি উশাকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, আর প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

বৈঠকের পরে পুতিন জানান, ইউক্রেন সংকটের সমাধান ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা ও সহযোগিতার পুনরায় আহ্বান জানান এবং ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান। অন্যদিকে, ট্রাম্প বৈঠকে অর্জিত অগ্রগতি প্রকাশ করেন, তবে সব বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে উল্লেখ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: