
চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ আয়োজনে যোগ দিতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ও এশীয় মিত্রদের প্রতি জাপান আহ্বান জানিয়েছে তারা যেন এ কুচকাওয়াজে অংশ না নেয়। এছাড়া, ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে মতপার্থক্যের কারণে বেশিরভাগ পশ্চিমা নেতার উপস্থিতি নিয়েও দেখা দিয়েছে সংশয়।
চীন-জাপান যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই ‘বিজয় দিবস’ কুচকাওয়াজে বিশ্বের অন্তত ২৬ দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রথমবারের মতো এ কুচকাওয়াজে চীনা সেনাবাহিনীর নতুন কাঠামো ও সামরিক শক্তি তুলে ধরা হবে। থাকছে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও আধুনিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। ৭০ মিনিটের এই সুসংহত আয়োজনে তিয়েনআনমেন স্কয়ার হয়ে মার্চ করবেন হাজারো সেনা সদস্য ও সাবেক যোদ্ধা।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের বার্তা বহন করবে। এটি শির জন্য এক ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবেও দেখা হচ্ছে।
কূটনৈতিক মহল মনে করছে, শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে কিম ও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করে নিজেদের প্রভাব স্পষ্ট করতে চাইছেন।
আপনার মূল্যবান মতামত দিন: