ইস্তাম্বুলে দেখা করতে পারেন পুতিন-জেলেনস্কি, জানালেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট

মুনা নিউজ ডেস্ক | ২৮ আগস্ট ২০২৫ ২০:৪৭

ফাইল ছবি ফাইল ছবি

তুর্কি ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্তাম্বুলে তার ইউক্রেনীয় সমকক্ষ ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করতে পারেন, যেখানে তিন দফায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসির আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

‘জেলেনস্কি এবং পুতিন ইস্তাম্বুলে একটি বৈঠক করতে পারেন। কেন নয়?’ তিনি হ্যাবেরতুর্ক টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় সংঘাত নিরসনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের প্রচেষ্টার কথা স্মরণ করে বলেন।

তিনি বলেন, ‘তিনি এমন একজন নেতা যিনি উভয় পক্ষের আস্থা উপভোগ করেন। (কৃষ্ণ সাগর) শস্য উদ্যোগ এবং বন্দী বিনিময়ে সুনির্দিষ্ট ফলাফল অর্জিত হয়েছে। (ইউক্রেনীয়) সংঘাত নিরসনের জন্য তুরস্ক সর্বদা একটি বিকল্প’।

এরদোগান বারবার বলেছেন যে, তিনি ইউক্রেনের শান্তি প্রক্রিয়া প্রচার করতে এবং তুরস্কে নেতাদের মধ্যে সম্ভাব্য আলোচনা আয়োজন করতে প্রস্তুত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ২২ আগস্ট বলেছেন যে, জেলেনস্কির সাথে পুতিনের বৈঠক আয়োজনের কোনও পরিকল্পনা নেই। শীর্ষ রুশ কূটনীতিকের মতে, পুতিন যখন এই ধরনের বৈঠকের জন্য একটি এজেন্ডা থাকবে তখনই তার জন্য প্রস্তুত থাকবেন।



আপনার মূল্যবান মতামত দিন: