ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফিলিস্তিনকে স্বীকৃতির পাশাপাশি ইসরায়েল সরকারের বিরুদ্ধে অন্তত ১২ দফা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরের বসতি থেকে আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্বিবেচনা।
এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও একই ধরনের ঘোষণা দেন। পরে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে অবস্থান নেয়।
জাতিসংঘের তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ।
বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে বেলজিয়ামের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা গেছে, চলমান যুদ্ধ ইতোমধ্যে ৬৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং আহত হয়েছে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ।
আপনার মূল্যবান মতামত দিন: