ছবি : সংগৃহীত 
                                    আলবেনিয়ার মন্ত্রিসভায় যোগ দিয়েছেন এক নতুন সদস্য, তবে তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এক ভার্চুয়াল বট! আর এই এআই মন্ত্রীর নাম ‘দিয়েলা’, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্য’।
দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার তার চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম এখন থেকে সামলাবেন দিয়েলা। সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সব টেন্ডারই তিনি তত্ত্বাবধান ও অনুমোদন করবেন।
রামা বলেন, ‘দিয়েলা হলো আলবেনিয়ার প্রথম মন্ত্রী, যিনি শারীরিকভাবে উপস্থিত নন, ভার্চুয়ালি তৈরি। সরকারি টেন্ডার শতভাগ দুর্নীতিমুক্ত তা তিনি নিশ্চিত করবেন।’
আলবেনিয়ায় দীর্ঘদিন ধরেই সরকারি টেন্ডার দুর্নীতির প্রধান খাত হিসেবে পরিচিত। দেশটি আন্তর্জাতিকভাবে পরিচিত মাদক ও অস্ত্র পাচারকারী চক্রের অর্থপাচারের কেন্দ্র হিসেবেও।
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: