
ইসরাইলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি)। বুধবার অবরুদ্ধ গাজায় চলমান ফিলিস্তিনি আগ্রাসনের প্রেক্ষাপটে এমন প্রস্তাব উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান বারবার জানানো সত্ত্বেও তা থামানো হচ্ছে না। উপরন্তু নিত্য নতুন প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করা হচ্ছে। এহেন প্রেক্ষাপটে ইসরাইলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছেন কয়েকজন ইউরোপীয় নেতা। তবে এই প্রস্তাব পাস করার মতো পর্যাপ্ত সমর্থন নেই তাদের।
সূত্রটি আরো জানিয়েছে, একই সময় ইসরাইলি দুই মন্ত্রী, সহিংস অবৈধ বসতি স্থাপনকারী ও হামাসের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও একটি প্যাকেজের প্রস্তাব করেছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস।
আপনার মূল্যবান মতামত দিন: