তিমুর-লেস্তের আসিয়ান ব্লকের সদস্য পদ প্রাপ্তি

ধারাবাহিক সমর্থনের জন্য মাহাথিরের প্রশংসা করলেন আনোয়ার ইব্রাহিম

মুনা নিউজ ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৮

ফাইল ছবি ফাইল ছবি
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিমুর-লেস্তের আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জনে মালয়েশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের প্রশংসা করেছেন। এই প্রশংসা তিনি এমন সময় করলেন যখন তার গুরু মাহাথির মোহাম্মদ, আনোয়ার ইব্রাহিমকে তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের দাবিতে বেশ সরব।
 
দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা সহ বেশ কয়েকটি মেইনস্ট্রিম গণমাধ্যম জানিয়েছে, তিমুর-লেস্তের জাতীয় সংসদে তার ঐতিহাসিক ভাষণে আনোয়ার ইব্রাহিম এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
দেশটির মালয় মেইল আনোয়ার ইব্রাহিমের উদৃতি দিয়ে লিখেছে, স্বাধীনতা সংগ্রামের প্রথম থেকে মালয়েশিয়া তিমুর-লেস্তের পাশে থেকেছে। অনেকেই স্বাধীনতার আগে ও পরে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ের প্রসঙ্গ তুলেছেন। কিন্তু তিনি সে সময় অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন। আর এখন আমার দায়িত্ব হলো এই অন্তর্ভুক্তির প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নেওয়া।”
 
আনোয়ার ইব্রাহিম তিমুর-লেস্তের সংসদকে 'গণতন্ত্রের স্পন্দিত হৃদয়' হিসেবে অভিহিত করেন এবং আসিয়ানে দেশটির পূর্ণ সদস্যপদ অর্জনে মালয়েশিয়ার দৃঢ় সমর্থনের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, "তিমুর-লেস্তের গণতান্ত্রিক যাত্রা সমগ্র অঞ্চলের জন্য অনুপ্রেরণা, যা বৈষম্য ও প্রতিকূলতা অতিক্রম করে আত্মবিশ্বাসী ও স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। সংসদ হলো গণতন্ত্রের স্পন্দিত হৃদয়, একটি প্রতিষ্ঠান যা সযত্নে রক্ষা করা উচিত। আমি তিমুর-লেস্তেকে দৃঢ়তা, সাহস ও বিশ্বাসের জন্য অভিনন্দন জানাই।”
 
মালয় মেইল আরো জানিয়েছে, আনোয়ার ইব্রাহিম বলেছেন, প্রেসিডেন্ট ড. হোসে রামোস-হোর্তা ও তিমুর-লেস্তের নেতারা সবসময় স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে কথা বলেছেন, এমনকি তার রাজনৈতিক নির্যাতনের বছরগুলোতেও। জাতিসংঘে কারা কণ্ঠ তুলেছিল? মহাশক্তিধররা নয়, বরং রামোস-হোর্তার মতো ছোট দেশের নেতারা।”
 
দুই দিনের সরকারি সফরে থাকা আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে আরো বলেছেন, মালয়েশিয়ার পক্ষ থেকে তিমুর-লেস্তের আসিয়ানে অন্তর্ভুক্তির প্রক্রিয়া বিলম্বিত করার কোনো কারণ নেই। যেকোনো উপায়ে আমাকে আসিয়ানের সব সরকার ও নেতাদের বোঝাতে হবে এবং আমার হাতে থাকা সব উপায় কাজে লাগাতে হবে, যাতে তিমুর-লেস্তে পূর্ণ সদস্য হতে পারে।”
 
এদিকে, চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) জানিয়েছে, আগামী অক্টোবরে আসিয়ান ব্লকের ১১তম সদস্য হতে যাচ্ছে তিমুর-লেস্তে।
 


আপনার মূল্যবান মতামত দিন: