
ফিলিস্তিনিদের ওপর নজরদারির জন্য ইসরাইলের সেনাবাহিনীকে দেয়া নিজেদের কিছু প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসের প্রতিষ্ঠানটির বহু প্রযুক্তি ব্যবহার করে ইসরাইল এতদিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিদিনের ফোন কলের তথ্য সংগ্রহ করে আসছিল। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদন মতে, গত সপ্তাহের শেষের দিকে মাইক্রোসফট ইসরাইলের কর্মকর্তাদের জানিয়েছে, তাদের সেনাবাহিনীর অভিজাত গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’ কোম্পানির শর্ত লঙ্ঘন করেছে। ইসরাইলের সেনাবাহিনী মাইক্রোসফটের ‘আজুর’ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে নজরদারির বিশাল ডেটা সংরক্ষণ করেছিল।
ইউনিট ৮২০০-এর মাইক্রোসফটের আজুর প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে গত মাসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দ্য গার্ডিয়ান। ব্যাপক নজরদারির কর্মসূচিতে আজুর ব্যবহার করে ইসরাইলি সেনাবাহিনী কীভাবে ফিলিস্তিনিদের যোগাযোগের বিশাল তথ্যভান্ডার সংরক্ষণ ও ব্যবহার করছিল, তা ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।
ইসরাইল-ফিলিস্তিনি মালিকানাধীন সাময়িকী ‘প্লাস৯৭২’ এবং হিব্রু ভাষার সংবাদমাধ্যম ‘লোকাল কল’ এর সঙ্গে যৌথভাবে তদন্তটি পরিচালনা করে দ্য গার্ডিয়ান। ওই প্রতিবেদনের জেরেই ইসরাইলি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাটির কিছু প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে মাইক্রোসফট। অর্থাৎ সবগুলো প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেনি। অন্য কথায়, ইসরাইলি বাহিনী এখনও মাইক্রোসফটের বহু প্রযুক্তি ব্যবহার করছে।
ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর নজরদারির বিষয়টি নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ২০২১ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা এবং ইউনিট ৮২০০-এর তৎকালীন কমান্ডার ইয়োসি সারিয়েলের বৈঠকের পর এই প্রকল্প শুরু হয়।
দ্য গার্ডিয়ানে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রতিষ্ঠানের বাইরের বিশেষজ্ঞদের দিয়ে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয় মাইক্রোসফট। ইউনিট ৮২০০-এর সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করতে এই তদন্তের নির্দেশ দেয়া হয়। প্রাথমিক তদন্ত ফলাফলের ভিত্তিতে কিছু ক্লাউড স্টোরেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বাতিল করেছে মাইক্রোসফট।
আজুরের অসীম তথ্যসংরক্ষণ ও কম্পিউটিং সুবিধা ব্যবহার করে ব্যাপক নজরদারি ব্যবস্থা তৈরি করেছে ইউনিট ৮২০০। এ ব্যবস্থার মাধ্যমে ইসরাইলের কর্মকর্তারা ফিলিস্তিনের পুরো জনগোষ্ঠীর মুঠোফোন কলের তথ্য সংগ্রহ করত। এসব কল তারা পুনরায় চালিয়ে দেখত ও বিশ্লেষণ করত।
মাইক্রোসফট ও ইউনিট ৮২০০-এর প্রকল্পটি ছিল ব্যাপক বিস্তৃত। ইউনিট ৮২০০-এর কয়েকটি সূত্র জানায়, প্রকল্পটির কাজের ধরন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সমতুল্য। এর ব্যাপ্তি ও উচ্চাকাঙ্ক্ষা বোঝাত ইসরাইল সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাটির মধ্যে একটি কথা চালু ছিল—‘ঘণ্টায় ১০ লাখ কল।’
আপনার মূল্যবান মতামত দিন: